Loading Now

বরিশালে তরুণ প্রজন্মের সফলতার গল্প শীর্ষক আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালে নারীপক্ষের আয়োজনে তরুণ প্রজন্মের সফলতার গল্প শীর্ষক আলোচনা সভা ও জেলা সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ ৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টা নারীপক্ষ এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান এবং নারীপক্ষর প্রতিষ্ঠাতা সভানেত্রী শিরীন পারভিন হক।

বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা), বরিশাল বিভাগ মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ ইকবাল হাসান, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর মেহেরুন নাহার মুন্নী, সহকারী পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল প্রিন্স বাইউদ্দিন তালুকদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বয়সন্ধিকালীন সময়ে তরুণদের শারীরিক ও মানসিক পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে সঠিক তথ্য ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠার জন্য পরিবার, বিদ্যালয় ও সমাজ একযোগে কাজ না করলে তরুণরা সঠিক দিকনির্দেশনা পাবে না। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ ও কিশোর-কিশোরীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরির ওপর জোর দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। পরে অতিথিরা তরুণ প্রজন্মের সফলতার গল্পের বিভিন্ন বিষয় তুলে ধরে মুক্ত আলোচনা করেন।

 

Post Comment

YOU MAY HAVE MISSED