বরিশালে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক ।।
মহান বিজয় দিবস উপলক্ষে বরিশাল নগরীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজয় মেলা। বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার নগরীর বেলস্ পার্কে মেলা শুরু হয়েছে।
মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমান।
পরে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে অতিথিবৃন্দ মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এই মেলায় অর্ধশতাধিক স্টলে বরিশালের চারু ও কারু পণ্য প্রদর্শন করা হবে। বিকেল ২ টা থেকে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য মেলা উন্মুক্ত থাকবে। মেলা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।



Post Comment