Loading Now

বরিশালে তিন দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ।।

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের যৌথ উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমি মেলা-২০২৫। রবিবার বিকাল ৩ টায় জেলা প্রশাসনের আয়োজনে মহাফেজখানা প্রাঙ্গনে ভূমি মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার (রুটিন দায়িত্ব) বরিশাল মোঃ সোহরাব হোসেন। বিশেষ অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ আহসান হাবিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল মোঃ ওবায়দুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর, সিনিয়র সহকারী কমিশনার ও আরডিসি বরিশাল আবদুল মতিন খানসহ ভূমি সংশ্লিষ্ট বরিশাল জেলার কর্মকর্তা-কর্মচারীরা এবং অতিথিরা উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা ফিতা কেটে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। সেখানে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন পাশাপাশি তাৎক্ষণিকভাবে ভূমি উন্নয়ন কর, ই নামজারি, অনলাইনের মাধ্যমে খতিয়ান সরবরাহসহ বিভিন্ন কার্যক্র পরিচালনা করেন। পাশাপাশি উপজেলার ভূমি অফিসে আগত সেবাগ্রহীতাদের হয়রানি ও সেবাকে সহজিকরণের লক্ষ্যে ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপন ও তাদের মাধ্যমে মেলায় আগত দের মাঝে সহায়তা প্রদান করেন।

 

পরে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ভূমি মেলা উদযাপন উপলক্ষে জনসচেতনতামূলক সভার অনুষ্ঠিত হয় সেখানে তার সাধারণ মানুষের মাঝে ভূমি সেবা সপ্তাহের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। ভূমি মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত।

এছাড়া ‘ডিজিটাল পদ্ধতিতে জনগণের ভূমি সেবা নিশ্চিত করা, সচ্ছ, দ্রুত ও দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখা এবং নতুন প্রযুক্তিনির্ভর সেবার সঙ্গে জনগণের সরাসরি পরিচয় ঘটনোর লক্ষ্য নিয়ে এ ভূমি মেলা সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত থাকবে।

Post Comment

YOU MAY HAVE MISSED