Loading Now

বরিশালে থার্টি ফাস্ট নাইটে উন্মুক্ত স্থানে কনসার্ট ও নাচ গানে নিষেধাজ্ঞা

 

নিজস্ব প্রতিবেদক ।।

থার্টি ফাস্ট নাইট উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন এলাকায় উন্মুক্ত স্থানে বা রাস্তায় কনসার্ট ও নাচ-গানের আয়োজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। সেই সঙ্গে পটকা, আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে ইংরেজি নববর্ষ (থার্টি ফাস্ট নাইট) শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পুলিশ হেডকোয়ার্টার্সের একটি স্মারকের আলোকে বরিশাল মহানগরী পুলিশ আইন ২০০৯ এর ২৯.৩০.৩১.৩৪ ও ৩৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে বরিশাল মেট্রোপলিটন এলাকায় আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর এ নিষেধাজ্ঞা জারির কথা উল্লেখ করা হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED