Loading Now

বরিশালে দুই দিন ধরে নিখোঁজ মাদ্রাসার ছাত্র শাহারিয়া

নিজস্ব প্রতিবেদক ।।

দুই দিন ধরে বরিশালের বাকেরগঞ্জের চরামদ্দি ইউনিয়নের হুসাইন আলী শিকদার ক্বাত্তমী মাদ্রাসা থেকে এক ছাত্র নিখোঁজ।

নিখোঁজ হওয়া ছাত্র শাহারিয়া সিকদার (১১), পিতা-মোঃ সোহেল শিকদার, ঠিকানা: কাশিপুর, লুৎফর রহমান ক্যাডেট মাদ্রাসা সংলগ্ন বাকেরগঞ্জ চরামদ্দি ইউনিয়নের হুসাইন আলী শিকদার ক্বাত্তমী মাদ্রাসা থেকে গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় মাদ্রাসা হইতে হারিয়ে যায়। এখন পর্যন্ত শাহারিয়াকে কোথাও পাওয়া যাচ্ছে না।

শাহারিয়াকে না পেয়ে তার পিতা-মাতা পাগলের মতো এদিক সেদিক ছেলেকে খুজে বেড়াচ্ছে।

নিখোঁজ শাহারিয়ার পরনে ছিলো কপি কালার পায়জামা-পাঞ্জাবী। মাদ্রাসার ছাত্র শাহরিয়া নিখোঁজ থাকায় বাকেরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

যদি কোন সহৃদয়বান ব্যক্তি শাহরিয়াকে দেখে বা পেয়ে থাকেন তাহলে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে। মোবাইল নং-:-০১৭৭৭৫৭৫৯৭৬, ০১৭১৫১৮২৪৩১।

 

Post Comment

YOU MAY HAVE MISSED