বরিশালে দুই মাদক পাচারকারী আটক
নিজস্ব প্রতিবেদক ॥
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণে ইয়াবা ও ১৫ পিস ফেন্সিডিলসহ দুই জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো, পটুয়াখালির বদরপুর ইউনিয়নের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে জামাল বেপারী (৪১) ও সাতক্ষিরার কাটহোন্ডা গ্রামের এবায়দুল মোড়লের ছেলে জাহিদ হোসেন (৩২)।
শনিবার দুপুরে নগরীর দপদপিয়া সেতুর টোল প্লাজা থেকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক এনায়েত হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রূপাতলি দপদপিয়া সেতু এলাকায় অভিযান চালিয়ে দুজন মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।
সে সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৮’শ পিস ইয়াবা ও ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইনে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন সাব-ইন্সপেক্টর ইসতিহাক হোসেন।
Post Comment