বরিশালে দুহা ফুডসের নামে এন্তার অভিযোগ!
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল নগরীতে দুহা ফুডস নামে একটি খাদ্য বিপণনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শ্রম আইন ভঙ্গ করে মার্কেটিং বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন পরিশোধ না করে ছাটাই করার অভিযোগ পাওয়া গেছে। হঠাৎ চাকুরী থেকে বাদ দেওয়ায় হতাশাগ্রস্থ হয়ে পরেছে কর্মচারীরা।শুধু বাদ দিয়েই ক্ষান্ত হয়নি বরংচো কোম্পানিটির ব্যাবস্থাপনা পরিচালক ড. ইমরান চৌধুরী বিভিন্ন মাধ্যমে এ সকল কর্মচারীদের হুমকি ধামকি দিচ্ছেন। এমনকি নিজে জামায়াতপন্থী হওয়ায় এ সকল অল্প বেতনের কর্মচারীদের আওয়ামীলীগের কর্মী সাজিয়ে নাশকতার মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছেন।যাতে করে কেউ বেতন ভাতার দাবী না করেন।
একাধিক ভুক্তভোগী ব্যক্তির দাবী এপ্রিল ও মাসে কোম্পানি পলিসির বাহিরে গিয়ে সকল মার্কেটিং কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ৫০% প্রদান করা হয়। এক্ষেত্রে কোম্পানি বিভিন্ন সমস্যায় আছে, পরে সব একসাথে দেয়া হবে এমনটা বলা হয়। স্টাফরাও বিষয়টি সহজভাবে মেনে নেয়। কিন্তু জুন মাসের ১৭ তারিখ কোন বেতন ভাতা পরিশোধ না করে মার্কেটিং শাখার সকল কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ না করে চাকুরীচ্যুত করা হয়। পরে এ সকল স্টাফরা অফিসে গেলেও তাদের চাকুরীর ব্যাপারে কোন সিদ্ধান্ত দেয় নি ডিরেক্টর ইমরান। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কেটিং শাখার এক স্টাফ দখিনের প্রতিবেদন কে জানান,কোম্পানির কাছে আমার চেক দেয়া আছে। তারা এখন সেই চেক দিয়ে মামলা করার ভয় দেখাচ্ছে। যাতে আমরা কোন লেবার কোর্ট এ দারস্থ না হই।
অন্যদিকে এ বিষয়ে জানতে দুহা ফুডসের ম্যানেজিং ডিরেক্টর ইমরান চৌধুরীর মুঠোফোনে একাধিকবার কল ও হোআটসআ্যাপে ম্যাসেজ দেয়া হলেও তিনি রিসিভ করেন নি।
Post Comment