Loading Now

বরিশালে ধর্ষণ-হত্যা চেষ্টায় মামলায় দুই আসামির যাবজ্জীবন

 

অনলাইন ডেক্স ।।

জমি নিয়ে বিরোধের জেরে এক নারীকে পালাক্রমে ধর্ষণ ও হত্যাচেষ্টার দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।পাশাপাশি দুইজনকে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. রকিবুল ইসলাম এ রায় দেন বলে জানান বেঞ্চ সহকারী আজিবর রহমান।

দণ্ডপ্রাপ্তরা হলেন-বরিশালের মুলাদী উপজেলার জাগরনী বাজার এলাকার লালু সরদারের ছেলে সিদ্দিক সর্দার ও আগৈলঝাড়া উপজেলার বাশাইল গ্রামের প্রয়াত হরলাল বাড়ৈর ছেলে স্বপন বাড়ৈ। রায় ঘোষণার সময় স্বপন বাড়ৈ এজলাসে উপস্থিত ছিলেন।

মামলার বরাতে বেঞ্চ সহকারী আজিবর বলেন, জমি নিয়ে বিরোধে ২০১৬ সালের ১১ সেপ্টেম্বর আসামি সিদ্দিক ফোন করে উজিরপুর উপজেলার প্রথম ব্রিজ এলাকায় আসেন ওই নারী।

তখন তাকে বাবুগঞ্জ উপজেলা এলাকায় নিয়ে নারীকে সিদ্দিক ও স্বপন বাড়ৈসহ অজ্ঞাত আরও ৬ জন ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারীর বোন বাদী হয়ে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করে।

বরিশালের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন অভিযোগ তদন্ত করে তিনজনের বিরুদ্ধে ২০১৬ সালের ১৯ অক্টোবর তদন্ত প্রতিবেদন জমা দেয়। এর মধ্যে এক আসামি মারা গেছেন। দুইজনকে কারাদণ্ড দেওয়া হয় বলে জানান বেঞ্চ সহকারী।

Post Comment

YOU MAY HAVE MISSED