Loading Now

বরিশালে নানা আয়োজনে বিজয় দিবস পালিত

 

নিজস্ব প্রতিবেদক ।।

শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদনসহ নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালে পালিত হয়েছে মহান বিজয় দিবস। আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্যোদয়ের সাথে সাথে নগরীর পুলিশ লাইন্সে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের সূচনা হয়।

দিবসটি উপলক্ষে সকালে বরিশাল নগরীর জেলা প্রশাসকের কার্যালয় সামনে স্থাপিত শহীদ মুক্তিযাদ্ধা স্মৃতি ফলকে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংস্বিকৃতিক সংগঠন ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এরপর সকাল সোয়া ৭টায় শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন প্রশাসন, সামাজি ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা।

এদিকে শহিদ এডিসি কাজী আজিজুল ইসলাম সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। সকাল ৯ টায় নগরীর বেলস্ পার্কে বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখানে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ও অন্যন্য অতিথিরা। পরে দুপুর ১২ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ রায়হান কাওছার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ শফিকুল ইসলাম, পুলিশ সুপার বরিশাল মোহাম্মদ বেলায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ ও ওবায়দুল হক চানসহ অন্যন্য অতিথিরা উপস্থিত ছিলেন। বিজয় দিবস উপলক্ষে শতাধিক বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। মুক্তিযোদ্ধাদের জন্য ফুলেল শুভেচছা ও অর্থ সহায়তা প্রদান করা হয়। এছাড়া জুম্মা বাদ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে কালেক্টরেট জামে মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এছাড়াও দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক সহ বিভিন্ন রাজনৈতিক ও সেচ্চাসেবী সংগঠন দিনব্যাপী নানান কর্মসূচি পালন করা হচ্ছে।

উল্লেখ্য, নগরজুড়ে সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস-আদালতে জাতীয় পতাকা উত্তোলন ও আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।

বিজয় দিবসের অনুষ্ঠান নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণ করতে শহীদ স্মৃতি স্তম্ভ এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয় সেনাবাহিনী, পুলিশ সহ প্রশাসনের বিভিন্ন বাহিনী।

Post Comment

YOU MAY HAVE MISSED