বরিশালে নিখোঁজ কিশোরীকে ঢাকা থেকে উদ্ধার, কারাগারে প্রেমিক
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল নগরী থেকে প্রেমিকের হাত ধরে নিখোঁজের তিনমাস পর কিশোরী সাঞ্জুকে (১৫) ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় প্রেমিক শাহিন হাওলাদারকে (২৬) অপহরণ মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৮ মে) ঢাকার তেজগাঁও এলাকা থেকে কিশোরীকে উদ্ধার ও শাহিনকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
ওসি বলেন, কিশোরীর বাবা সেলিম ফকিরের দায়ের করা অপহরণ মামলা শাহিনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তারা পালিয়ে গিয়েছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।
গ্রেফতার শাহিন হাওলাদার জামালপুর জেলার পিয়ারপুর উপজেলার গাগুরা গ্রামের জালাল উদ্দিনের ছেলে। কিশোরী সাঞ্জু বরিশাল নগরীল কেডিসি এলাকার সেলিম ফকিরের মেয়ে।
ওসি মিজান বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নগরীর কেডিসি বাসিন্দা সেলিম ফকিরের মেয়ে সাঞ্জু নিখোঁজ হয়। এ ঘটনায় সঞ্জুর বাবা বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি অপহরণ মামলা করেন। ঘটনার তিনমাস পরে রোববার ঢাকার তেজগাঁও থেকে সাঞ্জুকে উদ্ধার ও আসামি শাহিনকে গ্রেফতার করা হয়। তবে স্থানীয়রা জানিয়েছে, গ্রেফতার শাহিন ও সাঞ্জুর মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। সেই কারণে তারা পালিয়ে গিয়েছিল।
Post Comment