Loading Now

বরিশালে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং করলেন জেলা প্রশাসক

 

নিজস্ব প্রতিবেদক ।।

আজ ২৩ অক্টোবর বুধবার বিকাল ৪ টায় জেলা প্রশাসন বরিশালের উদ্যোগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং করা হয়।এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক দেলোয়ার হোসেন। এসময় বাজার রোডে অবস্থিত বরিশাল নগরীর সর্ববৃহৎ পাইকারি বাজার পরিদর্শন করেন।জেলা প্রশাসক ক্রেতা ও বিক্রেতাদের সাথে বাজারের বিভিন্ন বিষয়ে কথা বলেন।

 

এসময় উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার বরিশাল গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)লুসিকান্ত হাজং, জেলা প্রশাসকের সহকারী কমিশনার মো: রবিউল হাসান ভূঁইয়া ও মো: আবু জাফর মজুমদার, সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুমি রাণী মিত্র, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা, শিক্ষার্থী প্রতিনিধিসহ আরও অনেকে।

 

পরিদর্শন কালে তারা কৃষিপণ্য বিপণন আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নির্ধারিত মূল্যে পণ্যসামগ্রী বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন, ভাউচার সংরক্ষণসহ নির্ধারিত মূল্যের পণ্য বিক্রয়ের বিষয়ে বিক্রেতাদের সতর্ক করেন এবং পাশাপাশি ক্রেতাদের সামনে আইনের বিষয়গুলো তুলে ধরেন।

Post Comment

YOU MAY HAVE MISSED