Loading Now

বরিশালে নোঙর করা লঞ্চে আগুন

 

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরের স্টিমারঘাট লঞ্চঘাট এলাকায় নোঙর করা এমভি সায়মুন-১ নামের একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা রাতেই আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যেই লঞ্চের অবকাঠামোর ওপরের একটি অংশ পুড়ে যায়।

আজ শুক্রবার (২৮ মার্চ) ভোররাতের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এমনকি কিভাবে আগুন লেগেছে, তা-ও কেউ নিশ্চিত করে বলতে পারেননি।

মেহেন্দীগঞ্জ থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘এমভি সায়মুন-১ লঞ্চটি মেহেন্দীগঞ্জের পাতারহাটের উদ্দেশে যাত্রী নিয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বরিশাল নৌবন্দর ত্যাগ করে। রাতেই লঞ্চটি পাতারহাট বন্দরের স্টিমারঘাট লঞ্চঘাটে সব যাত্রীদের নিরাপদে নামিয়ে দেয়।

একই সঙ্গে সেই ঘাটেই লঞ্চটি নোঙর করেছিল।’
তিনি আরো বলেন, ‘আজ শুক্রবার ভোরে পাতারহাট থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে ছেড়ে আসার কথা। কিন্তু রাত আনুমানিক ৩টার দিকে লঞ্চটিতে আগুন ধরে যায়। তখন লঞ্চে থাকা স্টাফদের ডাক-চিৎকারে আশপাশের লোক জড়ো হন।

তারা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কিভাবে আগুন লেগেছে, তা কেউ বলতে পারছেন না। এ ঘটনায় হতাহতেও কোনো খবর কেউ নিশ্চিত করে বলতে পারছে না। লঞ্চটি বরিশালের উদ্দেশে নিয়ে আসা হচ্ছে।’

 

Post Comment

YOU MAY HAVE MISSED