বরিশালে নৌ শ্রমিকদের দ্বিতীয় দিনের কর্মবিরতি চলছে
নিজস্ব প্রতিবেদক ।।
চাঁদপুরে জাহাজে সাতজনকে হত্যার ঘটনার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বরিশালে পণ্যবাহী সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। কীর্তনখোলা নদীর অপর তীরে তেলবাহী এবং অনান্য পণ্য নিয়ে আসা জাহাজ নোঙ্গর করে আছে।
জাহাগুলো খেবে কোনো পণ্য খালাস করা হচ্ছে না। ধর্মঘটের দ্বিতীয় দিন শনিবার (২৮ ডিসেম্বর) বরিশাল বিভাগীয় নৌযান শ্রমিক ফেডারেশন এবং লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল হাসেম মাস্টার এ তথ্য জানান।
তিনি বলেন, আগে থেকেই শ্রমিকদের নিরাপত্তাসহ নৌযান শ্রমিক ফেডারেশন ১১ দফা দাবি করে আসছিল। দুই দিন ধরে ধর্মঘট চলায় পণ্য নিয়ে এসে খলাস করতে না পেরে ভোগান্তিতে আছেন কার্গো শ্রমিকরা।
তারা বলেন, ধর্মঘটের কারণে মালিকরা তাদের বেতন দিচ্ছে না।
Post Comment