Loading Now

বরিশালে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

 

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল সদর উপজেলার চরবাড়ীয়া ইউনিয়নের দক্ষিণ লামচরী গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত‌্যু হয়েছে। আজ শনিবার (২৯মার্চ) দুপু‌র ২ টার দিকে কদম তলা বাজারের পূর্ব পাশেই রয়েছে হান্নান বকশির বাড়ির সাম‌নেই জোয়া‌রের পা‌নি‌তে পা পিছ‌লে পড়ে গিয়ে ডু‌বে যায় দুই চাচাতো বোন আফরিন এবং মাইসা আক্তারের মৃত্যু হয়ে।

নিহতরা হলেন, সদর উপজেলার চরবাড়ীয়া ইউনিয়নের দক্ষিণ লামচরী গ্রামের সৈয়দ খানের কন‌্যা মৃত আফরিন বয়স (৫) ও শামিম খান’র কন্যা মৃত মাইসা আক্তার বয়স (৮) ।
প‌রে স্থানীয়রা তা‌দের উদ্ধার ক‌রে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নি‌য়ে গিলে কর্ত‌ব‌্যরত চি‌কিৎসক তাদের মৃত ঘোষণা ক‌রেন।

ঈদ আনন্দের মাঝে শিশু দুটির এমন মৃত্যুতে পরিবারের সদস্যদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে। মরদেহ দুটি বাড়িতে আনার পর স্বজন ও প্রতিবেশীরাও কান্নায় ভেঙে পড়েন।

Post Comment

YOU MAY HAVE MISSED