Loading Now

বরিশালে পুজামন্ডপ নিরাপত্তায় মহানগর বিএনপির টিম গঠন

শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে যে কোন প্রকার নৈরাজ্য ও অপ্রিতীকর ঘটনা এড়াতে মাঠে থাকবে বরিশাল মহানগর বিএনপি। এ উপলক্ষে নগরীর ৩০টি ওর্য়াডের নেতা কর্মীদের সমন্বয়ে একটি স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির কাজ হবে পূজা মন্ডপ গুলোতে নিরাপত্তা নিশ্চিত করা। হিন্দু ধর্মাবলম্বীদের পূজা মন্ডপ,বসতবাড়িতে কোন প্রকার সমস্যা না হয় তার জন্য এই কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও উৎসব উপলক্ষে সাধারন মানুষ যাতে মন্দির ঘুরে প্রতিমা দেখতে পার এবং রাস্তা ঘাটে কোন অপ্রিতিকর ঘটনা যাতে না ঘটে সে লক্ষে সার্বক্ষণিক মাঠে থাকবে মহানগর বিএনপির তিন নেতা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক নির্দেশনায় সকল কার্যক্রম পরিচালনা হবে বলে জানিয়েছেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আফরোজা খানম নাসরিন। তিনি বলেন ইতিমধ্যেই নগরীর ওর্য়াড গুলোতে নেতাদের কাছে সেচ্ছাসেবক কার্ড পাঠিয়ে দেয়া হয়েছে। পাশাপাশি আমরা ওর্য়াডের নেতাদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখছি।

Post Comment

YOU MAY HAVE MISSED