বরিশালে পুলিশের হাতে শ্রমিকলীগ নেতা আটক
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল নগরীতে অভিযান চালিয়ে শ্রমিকলীগ নেতা সাইফুল ইসলাম ইউসুফ মুতাইত কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৫ সেপ্টেম্বর) দিনগত রাত আনুমানিক দেড়টার দিকে নগরীর ২৪ নং ওয়ার্ডের ধান গবেষণা রোডে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এদিকে স্থানীয়রা জানিয়েছেন আটক সাইফুল ইসলাম ইউসুফ মুতাইত ২৪ নং ওয়ার্ড শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি। তার পিতার নাম খালেক মুতাইত।আওয়ামী লীগের ক্ষমতার আমলে তার অত্যাচার ও নির্যাতনে অতিষ্ঠ ছিলো এলাকাবাসী।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, শ্রমিক লীগের নেতা সাইফুল ইসলাম ইউসুফ মুতাইত কে গ্রেফতার কে আদালতে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আদালতের বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন। বরিশাল মহানগর বিএনপির পার্টি অফিস ভাংচুর ও লুটপাটের অভিযোগ এবং অন্য মামলায় সম্পৃক্ততা রয়েছে বলে জানান ওসি।
Post Comment