বরিশালে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সভা অনুষ্ঠিত
অনলাইন ডেক্স ।।
বরিশালে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন।
সভায় বিচার কার্যক্রম গতিশীল করা, সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিচার প্রক্রিয়ায় পুলিশের সঙ্গে আদালতের পারস্পরিক সমন্বয় জোরদার করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।
আলোচ্যসূচিতে ছিল: পেন্ডিং প্রসেস জারির সমস্যা চিহ্নিত ও তা নিরসন, আদালতে সাক্ষী হাজির নিশ্চিতকরণ, সাক্ষীদের নিরাপত্তা, তদন্ত ও অনুসন্ধানে উদ্ভূত ছোটখাটো জটিলতা দূরীকরণ, কারাগার থেকে বিচারাধীন আসামিদের সময়মতো আদালতে হাজির করা।
এছাড়া ছিল ক্রোকি পরোয়ানা তামিল নিশ্চিত করা, আদালত প্রাঙ্গণ ও বিচারক-কর্মকর্তাদের নিরাপত্তা, মালখানা থেকে আলামত হাজির, দ্রুত মামলার নিষ্পত্তি, যথাসময়ে মেডিকেল সার্টিফিকেট প্রেরণ এবং আদালত চলাকালে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণসহ গুরুত্বপূর্ণ বিষয়সমূহ।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সেলিম রেজা, স্পেশাল ম্যাজিস্ট্রেট (বিদ্যুৎ আদালত) ও যুগ্ম জেলা জজ রুবাইয়া আমেনা, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফজলুর রহমান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সিহাবুর রহমান, আফসানা শারমিন ইভা, সৈয়দ আবিদুল হক, জেলা ও দায়রা জজ আদালতের পিপি আবুল কালাম আজাদ, মহানগর দায়রা জজ আদালতের পিপি নাজিম উদ্দিন আহমেদ পান্না, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন, সাধারণ সম্পাদক মীর্জা রিয়াজ হোসেনসহ বিভিন্ন আদালতের কর্মকর্তা-কর্মচারী।



Post Comment