Loading Now

বরিশালে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৫

 

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালের বাবুগঞ্জ ও গৌরনদীতে পৃথক অভিযানে বিপুল পরিমান গাঁজা এবং ইয়াবাসহ ৫ মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও গৌরনদী মডেল থানার পুলিশ পৃথক ওই অভিযান পরিচালনা করে।

ইয়াবাসহ আটককৃতরা হলেন- কুড়িগ্রামের রৌমারী থানাধীন সুতির পাড় এলাকার আহালু শেখের ছেলে আবু সাঈদ (২৫) ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের রবিপুর এলাকার সালাম হাওলাদারের ছেলে মোহাম্মদ মান হাওলাদার (৩৬) এবং বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের পূর্ব লেমুয়া এলাকার মৃত সাহেব আলীর ছেলে মোহাম্মদ রায়হান ইসলাম (২২)।

গাঁজাসহ আটকরা হলেন- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর এলাকার মৃত খালেক মোল্লার ছেলে দুলাল মোল্লা (৪৫) এবং বাবুগঞ্জের লোহালিয়া এলাকার মৃত কালু বেপারীর ছেলে বেল্লাল হোসেন (৪২)।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একটি দল বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থান নেন। দুপুরে চট্রগ্রাম থেকে বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালগামী আলিফ পরিবহনের একটি বাসে তল্লাশি করা হয়। তখন বাসের দুই যাত্রী সাঈদ ও মান হাওলাদারকে এক হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে একই স্থান থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাস থেকে তিন হাজার পিস ইয়াবাসহ রায়হানকে আটক করা হয়েছে।

পৃথক দুই অভিযানের ঘটনায় মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় পৃথক দুইটি মামলা করা হয়েছে।

অপরদিকে, গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে লাগেজ ভর্তি ১৪ কেজি গাঁজাসহ দুলালকে আটক করা হয়। পরে গৌরনদীর বাসষ্ট্যান্ড থেকে সহযোগি বেল্লাল হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলা করেছে।মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED