Loading Now

বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২!

 

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালের দুই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এর মধ্যে উজিরপুর উপজেলায় ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রুমান হাওলাদার রুপম (২২) নামে একজন নিহত হয়েছেন।

অন্যদিকে গৌরনদী উপজেলার টকরী নিলখোলা এলাকায় নিয়ন্ত্রণহীন বাসের চাপায় ভ্যানযাত্রী সাইদুল হাওলাদার (৩৭) নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় ভ্যানচালকসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।

শনিবার (২৩ নভেম্বর) উজিরপুরের দিঘিরপাড় এলাকায় পৌঁছালে রুপম সড়ক দুর্ঘটনায় মারা যান।

অন্যদিকে দুপুরে গৌরনদী উপজেলার টকরীর ঢাকা-বরিশাল মহাসড়কের নিলখোলা এলাকায় বাসচাপায় ভ্যানযাত্রী নিহত হয়েছেন।

এই তথ্য নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) জ্যোতির্ময় হালদার ও গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান।

নিহত রুপম উজিরপুর উপজেলার ধামসর গ্রামের নছিমন চালক মোস্তফা হাওলাদারের ছেলে।

গৌরনদীতে নিহত ভ্যানের যাত্রী সাইদুল উপজেলার ধানডোবা গ্রামের দেলোয়ার হাওলাদারের ছেলে।

উজিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত রুপমের স্বজন ও স্থানীয়রা জানান, রুপম শনিবার (২৩ নভেম্বর) সকালে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে কর্মস্থল পুরান শিকারপুরের উদ্দেশে রওয়ানা হন। পথে দিঘিরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রলির সঙ্গে রুপমের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রুপমের মৃত্যু হয়।

উজিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) জ্যোতির্ময় হালদার জানান, দুর্ঘটনার পরপরই ট্রলিচালক ইয়াসিন পালিয়ে যান। এছাড়া নিহত রুপমের পরিবারের কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে নিয়মানুযায়ী মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

পৃথক দুর্ঘটনার বিষয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী শ্রাবণী পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ভ্যানকে চাপা দিয়ে দোকান ভেঙে খাদে পড়ে যায়। এতে ভ্যানের চালকসহ পাঁচ যাত্রী ও বাসের এক শিশু আহত হয়। খবর পেয়ে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ভ্যানযাত্রী সাইদুলকে মৃত ঘোষণা করেন। এছাড়া ভ্যানের চালক জাহিদ বিশ্বাসকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বাসযাত্রী সাথী বেগম জানান, চলন্ত অবস্থায় বাসচালক তার আত্মীয় একই বাসের যাত্রীর সঙ্গে কথা বলছিলেন। এতে বাসের যাত্রীরা চালককে বাধা দেন। এ নিয়ে মহাসড়কের গৌরনদী আরিফ ফিলিং স্টেশন এলাকায় যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করেন বাসচালক।

তিনি আরও জানান, এ ঘটনার কিছুক্ষণ পরই নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি ভ্যানকে চাপা দিয়ে দোকান ভেঙে বাস খাদে পড়ে যায়। এতে তিনি অল্পের জন্য রক্ষা পেলেও ভ্যান ও বাসের অনেকেই আহত হয়েছেন।

Post Comment

YOU MAY HAVE MISSED