Loading Now

বরিশালে প্রতারনার টাকা উদ্ধারসহ তিন প্রতারক আটক

নিজস্ব প্রতিবেদক ।।

ভোলায় ব্যবসায়ীর সাথে প্রতারনা করে ৩লক্ষ টাকা আত্মসাৎ এর ঘটনার মাত্র কয়েক ঘন্টার মধ্যে টাকা উদ্ধারসহ তিন প্রতারক আটক করেছে বরিশাল কোতয়ালি থানা পুলিশ।

২২ মে বৃহাস্পতিবার দিবাগত রাত ০২ টায় অর্থাৎ ২৩মে রাতে বরিশালের রুপাতলিতে অভিযান পরিচালনা করে তিন জনকে আটক করে।আটককৃতরা হলেন মৃত ইয়াকুব মোল্লা ছেলে আরব আলি মোল্লা (৫৫),আলেম শেখের ছেলে মো: মতিন শেখ (২৫),মো: খবির শেখের ছেলে মো: এমদাদ শেখ (৪০) অভিযুক্তরা সবাই মুকসুদপর, গোপালগঞ্জ এলাকার বাসিন্দা।অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।

 

থানা সূত্রে জানাযায় ভোলার বোরহান উদ্দিনের ইলেকট্রনিক্স ব্যবসায়ী মাহমুদুল হাসান নাজিম এর দোকানে গিয়ে ইলেকট্রনিক্স পণ্যের পাইকার সেজে তার সাথে পরিচিত হন অভিযুক্ত প্রতারক আরব আলি মোল্লা। সে সস্তায় খুচরা ব্যবসায়ীদের কাছে পণ্য বিক্রি করেন মর্মে মাহমুদুল হাসান নাজিমকে জানান।

এর ধারাবাহিকতা ২২ মে ইলেকট্রনিক পণ্য ক্রয়ের জন্য নাজিম বরিশাল এসে অভিযুক্ত প্রতারক আরব আলির সাথে যোগাযোগ করেন। আরোব আলি বরিশাল লঞ্চঘাট এলাকায় এসে ইলেকট্রনিক্স পণ্য পাইকারি রেটের চেয়ে সস্তায় বিক্রয়ের কথা বলে নাজিম এর কাছ থেকে প্রতারণা করে নগদ ০৩ লক্ষ টাকা নিয়ে আত্মসাৎ করে।

বাদীর অভিযোগের প্রেক্ষিতে কোতোয়ালি মডেল থানা পুলিশ মামলা রুজু করে তদন্ত কার্যক্রম শুরু করে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সার্বিক দিক—নির্দেশনায় তদন্তকারী কর্মকর্তার নিরলস শ্রম, পেশাদারিত্ব ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার মাত্র কয়েক ঘন্টার মধ্যে বরিশাল কোতোয়ালী মডেল থানাধীন রুপাতলী এলাকা থেকে ২২ মে দিবাগত রাত ০২ টায় অর্থাৎ ২৩ মে অভিযুক্তদের গ্রেফতার করে। তাদের হেফাজত হতে আত্মসাৎকৃত নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

Post Comment

YOU MAY HAVE MISSED