Loading Now

বরিশালে প্রশাসনের নমনীয়তায় প্রশ্নবিদ্ধ ডেভিল হান্ট কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক ।।

প্রশাসনের নমনীয়তা ও গোপন আতাতের ফলে আবারো এলাকায় এলাকায় মাথাচাড়া দিয়ে উঠেছে আওয়ামী চিহ্নিত সন্ত্রাসীরা।ফলে বরিশালে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে ডেভিল হান্ট কার্যক্রম। গত ৮ দিনে অপারেশন ডেভিল হান্ট কার্যক্রম এ কোন ব্যক্তিকে আটকে সক্ষম হয়নি বরিশাল মেট্রোপলিটন পুলিশ। অন্যদিকে পুলিশের ঢিলেঢালা অবস্থা দেখে ও এলাকাভিত্তিক ফারি পুলিশ কে ম্যানেজ করে আত্মগোপন করা আওয়ামী সন্ত্রাসীরা আবারো এলাকায় উঠতে শুরু করেছে।এমনকি এলাকায় উঠে তারা বিভিন্ন মানুষকে হুমকি ধামকি দিচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে গত ৫ আগষ্টের পর বরিশালে আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়।এতে প্রায় হাজারখানেক আওয়ামী নেতাকর্মীদের আসামি করা হয়।আসামীদের মধ্যে কেউ কেউ গ্রেফতার হলেও বাকী আসামীরা আত্মগোপন করে থাকে। পরে আসামী আটকে অপারেশন ডেভিল হান্ট কার্যক্রম শুরু হলে এ সকল সন্ত্রাসীরা গা ঢাকা দেয়। রমজান মাস পড়ার পর পুলিশের অভিযান ঝিমিয়ে পরলে এ সকল নেতারা আবারো এলাকায় ঘুরঘুর করছে।

 

এ প্রসঙ্গে বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন বলেন বরিশালে কোতয়ালি থানার ওসি কিছুটা কথা শোনে,কিন্তু তার সঙ্গীয় ফোর্সরা কোন কাজ করে না। এছাড়া অন্য সকল থানা পুলিশ পুরোটাই পেইড।এছাড়াও বিভিন্ন ফাড়ি পুলিশ আওয়ামী এ সকল সন্ত্রাসীদের মদদদাতা হিসেবে পরিগনিত হয়েছে বলে মনে করেন তিনি। এ ব্যপারে একাধিকবার পুলিশ কমিশনার কে বললেও তিনি কোন কার্যকর ব্যবস্থা নেয় না।

এ প্রসঙ্গে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, আমাদের আসামি গ্রেফতারে চেষ্টার কেন কমতি নেই।আমার সব ফোর্স নতুন। তাদেরকে আসামি ধরতে জনগনকে সহায়তা করতে হবে।কোথাও সন্ত্রাসী কর্মকান্ড দেখলে আমাদেরকে ইনফর্ম করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

Post Comment

YOU MAY HAVE MISSED