Loading Now

বরিশালে বাবার বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ॥

বরিশাল নগরীতে বাবার বাসা থেকে ঝুলন্ত অবস্থায় এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে নগরীর লুৎফর রহমান সড়কের জাহাঙ্গীর হোসেনের বাসায় এ ঘটনা ঘটে। ওই গৃহবধূর নাম রুপা আক্তার (১৮)। তিনি সৌদি প্রবাসী লিমন শেখের স্ত্রী ও দেলোয়ার ব্যাপারীর মেয়ে। রুপা তার বাবা, মা ও ছোট ভাইয়ের সঙ্গে নগরীর লুৎফুর রহমান সড়কের জাহাঙ্গীর হোসেনের বাসায় ভাড়া থাকতেন।

মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির শিকদার বলেন, প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে মনে হয়েছে। তবে, তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। পরিবারের বরাতে ওসি জাকির হোসেন বলেন, দুপুর একটার দিকে ছোট ভাই রামিন রুপার সাড়াশব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে উকি দেয়। তখন রুপাকে গলায় ওড়না পেঁচিয়ে রুমের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর দরজা ভেঙে তাকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Post Comment

YOU MAY HAVE MISSED