Loading Now

বরিশালে বাল্য বিবাহের বিরুদ্ধে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালে বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশ এর উদ্যোগে বাল্য বিবাহের বিরুদ্ধে আইন প্রয়োগ এবং জেন্ডার সমতা প্রচারের জন্য স্থানীয় এনজিও এবং সরকারি সংস্থা সমুহের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৯ টায় বরিশাল নগরীর সিএন্ড বি রোডস্থ সেইন্ট বাংলাদেশ এর সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান।

বিশেষ অতিথি ছিলেন, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি প্রফেসর শাহ সাজেদা,প্রাথমিক শিক্ষা অফিসার ফয়সাল জামিল, সেইন্ট বাংলাদেশ এর উপ-পরিচালক আহসান মুরাদ চৌধুরী,বরিশাল জেলা ও মহানগর নিকাহ্ রেজিস্ট্রার সমিতির সভাপতি কাজী মাওলানা আঃ রব,সেভ দ্যা চিলড্রেন এর প্রতিনিধি আল আমিন।

সভায় সভাপতিত্ব করেন সেইন্ট বাংলাদেশ এর পরিচালক মোঃ বেলায়েত হোসেন। সভায় সঞ্চালক ছিলেন, সেইন্ট-বাংলাদেশ এর প্রকল্প সমন্বয়কারী সিরাজুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, বাল্য বিবাহ বলতে ঐ বিবাহ কে বুঝায় যে বিবাহে বর কনের যে কোন একজন বয়সের দিক দিয়ে শিশু বা নাবালক । অর্থাৎ বরের বয়স ২১ বছরের নিচে এবং কনের বয়স ১৮ বছরের নিচে।

সমাজে বাল্যবিবাহের কারণে নারীর প্রতি সহিংসতা, মাতৃমৃত্যুও ঝুঁকি, অপরিণত গর্ভধারণ, প্রসবকালীন শিশুর মৃত্যুঝুঁকি, প্রজনন স্বাস্থ্য সমস্যা, নারীশিক্ষার হার হ্রাস, স্কুল থেকে ঝরে পড়ার হার বৃদ্ধি, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ক্ষমতা ও সুযোগ কমে যাওয়াসহ নানা রকম নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকে।

সভায় আরো উপস্থিত ছিলেন, বরিশালের স্থানীয় সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ মানতাসা সম্প্রদায়ের সদস্য সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মীবৃন্দ।

Post Comment

YOU MAY HAVE MISSED