Loading Now

বরিশালে বিজয় দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ

নিজস্ব প্রতিবেদক।।

বরিশালে মহান বিজয় দিবসের কর্মসূচি
যথাযোগ্য মর্যাদার সাথে মহান বিজয় দিবস উদ্যাপনের লক্ষ্যে বরিশাল জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে বরিশাল জেলা পুলিশ লাইন্স মাঠে একত্রিশ বার তোপধ্বনির মধ্যদিয়ে বিজয় দিবসের কার্যক্রম শুরু হবে।

সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৭ টা ১৫ মিনিটে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও সকাল ৭ টা ৩০ মিনিটে শহিদ এডিসি কাজী আজিজুল ইসলাম এঁর কবর জিয়ারত করা হবে।

সকাল ৯ টায় বেলস্ পার্কে বিভাগীয় কমিশনার আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করবেন। পরে জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হবে। বিজয়ের দিন থেকে বেলস্ পার্কে তিন দিনব্যাপী আড়ম্বরপূর্ণ বিজয়মেলা অনুষ্ঠিত হবে।

সকাল ১১ টা ৩০মিনিটে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা দেওয়া হবে। জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমিতে শিশুদের নিয়ে রচনা, আবৃত্তি, মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। বেলস্ পার্কে জেলা পর্যায়ে ফুটবল ম্যাচ বা টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ও কাবাডি খেলা অনুষ্ঠিত হবে।

বরিশাল নগরের লঞ্চঘাট, ত্রিশ গোডাউন, বেলস্ পার্ক ও অভিরুচি সিনেমা হলে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে এবং শিশুদের জন্য জাদুঘর, প্লানেট পার্ক ও দুর্গাসাগর দিঘী উন্মুক্ত থাকবে।

মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত এবং জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় প্রার্থনা করা হবে।
সকল হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, পথশিশু, পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, ডে-কেয়ার ও শিশু বিকাশ কেন্দ্র এবং শিশু পরিবার ও ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে প্রতীভোজের আয়োজন করা হবে।

এছাড়াও বিজয়ের দিন বরিশাল বিআইডব্লিউটিএ ঘাটে বাংলাদেশ নৌ-বাহিনী ও বাংলাদেশ কোস্টগার্ড একক বা যৌথভাবে জাহাজ জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত থাকবে।এছাড়া বেলসপার্কে তিন দিন ব্যাপী বিজয় মেলা শুরু হচ্ছে।

বরিশাল জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এসব তথ্য জানানো হয়। এছাড়া দিবসটি পালনউপলক্ষে বিএনপি জামাত কর্মসূচি গ্রহণ করেছে।

Post Comment

YOU MAY HAVE MISSED