Loading Now

বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে মোটরসাইকেল মেকানিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল নগরীতে বিদ্যুৎস্পৃষ্টে নাইম ইসলাম (২৫) নামের এক মোটরসাইকেল মেকানিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে নগরীর সিএন্ডবি রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাইম ইসলাম নগরীর ২২ নং ওয়ার্ডস্থ তেমাথা এলাকার এনায়েত ফকিরের ছেলে। তার ওই এলাকায় নাঈম মোটর সার্ভিস সেন্টার নামের একটি দোকান রয়েছে।

জানা যায়, নাইম তার মালিকানাধিন দোকানে কাজ করছিলেন। এ সময় বৈদ্যুতিক তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি।

 

Post Comment

YOU MAY HAVE MISSED