Loading Now

বরিশালে বিভাগীয় বইমেলা শুরু

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালে উৎসবমুখর পরিবেশে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলার উদ্বোধন করেছেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বরিশাল বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নগরীর বেলস্ পার্ক মাঠে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, বই মানুষের সেরা বন্ধু, যা কখনো প্রতারণা করে না। সন্তানকে একটি ভালো বই কিনে দেওয়া মানে হলো তাকে একটি ভালো বন্ধু দেয়া। ভালো বই হতে পারে আমাদের পথপ্রদর্শক।

তিনি বলেন, বই পড়ে আমরা নতুন তথ্য, ইতিহাস, বিজ্ঞান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক বিভিন্ন শিক্ষণীয় দিক-নির্দেশনা পেয়ে থাকি। এছাড়াও বই আমাদের মানসিক চিন্তার বিকাশ ঘটায় ও কল্পনাশক্তি বাড়াতে সহায়তা করে। এসময় তিনি শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরণের বই পড়তে অনুপ্রেরণা দেন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আহসান হাবিব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, স্থানীয় সরকারের পরিচালক খোন্দকার আনোয়ার হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সোহরাব হোসেন, জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাঃ খালিদ হোসেন ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবারের বিভাগীয় বই মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক স্টল খোলা হয়েছে । বইমেলা আনন্দময় করতে দর্শকদের জন্য বরিশাল বিভাগের কবি-সাহিত্যিকদের অংশগ্রহণে কবিতা আবৃত্তির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মেলা চলবে ৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। মেলা প্রতিদিন বিকেল ৪ টা থেকে রাত ১০ টা এবং সাপ্তাহিক ছুটির দিন সকাল ১১ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে বলে জানা গেছে।

 

Post Comment

YOU MAY HAVE MISSED