Loading Now

বরিশালে বিয়ের প্রলোভনে ধর্ষণ, ধর্ষক পলাতক

 

বাকেরগঞ্জ প্রতিনিধি ।।

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের আব্দুর রহমানের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে দেড় বছর ধরে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ওই নারী বরিশাল আদালতে আব্দুর রহমানের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেছেন। ধর্ষক আব্দুর রহমান দুধল মাদ্রাসা গ্রামের মো: আব্দুল সালাম শিকদারের পুত্র। বরিশাল নগরীর রুপাতলী ২৫ নং ওয়ার্ডের এক নারী বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে এই মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে বরিশালের রূপতলী এলাকায় ভাড়াটে বাসায় রেখে দীর্ঘদিন ধরে ওই নারীকে ধর্ষণ করে আসছিল আব্দুর রহমান। পরবর্তীতে বিয়ের চাপ দিলে ওই নারীর টাকা পয়সা আত্মসাৎ করে আব্দুর রহমান পালিয়ে যায়।

ভুক্তভোগী ওই নারী অভিযোগ করে বলেন, আব্দুর রহমান দেড় বছর ধরে আমাকে বরিশালের বিভিন্ন বাসায় ভাড়া রেখে বিয়ের আশ্বাস দিয়ে একসাথে বসবাস করে আসছিল। সে আমার থেকে বিভিন্ন সময় প্রায় দুই লাখ টাকা নিয়েছে।

গত ৩০ জানুয়ারি বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে আব্দুর রহমান বাসা ছেড়ে পালিয়ে যায়। পরবর্তীতে আমি আব্দুর রহমানের বাকেরগঞ্জের গ্রামের বাড়িতে গেলে তার পরিবারের লোকজন আমাকে অস্বীকার করে।

আমি এই ঘটনায় বরিশাল সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছিলাম। থানায় কোন সুফল না পেয়ে এখন আদালতে একটি মামলা করেছি। মামলাটি বরিশাল কোতোয়ালি থানায় তদন্তের নির্দেশ দিয়ে আদালত। মামলার সঠিক তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানায় ভুক্তভোগী ওই নারী।

Post Comment

YOU MAY HAVE MISSED