বরিশালে বিশ্ব ডিম দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক ॥
“ডিমে পুষ্টি ডিমে শক্তি ডিমে আছে রোগ মুক্তি” এই পতিপাদ্য নিয়ে বরিশালে বিশ^ ডিম দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার বেলা ১১টায় বিভাগীয় ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে নগরীর নবগ্রাম রোডস্থ জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ দেলোয়ার হোসেন। বিশ্ব ডিম দিবস উপলক্ষে ডিমের কার্যকারিতা সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডাঃ মোঃ নুরুল আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান। এর পূর্বে প্রাণিসম্পদ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডাঃ মোঃ লুৎফর রহমানের নেতৃত্বে প্রাণিসম্পদ ভবন ক্যাম্পাস এলাকা থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
Post Comment