বরিশালে বিশ্ব পর্যটন দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক ।।
পর্যটন শান্তির সোপান’ এই স্লোগান নিয়ে বরিশালে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রেজরয়ান আহম্মেদ, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শহীদ উল্লাহ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
বক্তারা বলেন, পর্যটনের সাথে আমাদের নিরাপত্তার সম্পর্ক রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে আয়ের প্রধান উৎস পর্যটন শিল্প। আমাদের দেশেও পর্যটনের বিশাল সম্ভাবনা রয়েছে। আমরা বিশ্ব দরবারে এখনও যথাযথভাবে তুলে ধরতে পারিনি। পর্যটন শিল্প যোগাযোগ ব্যবস্থা ও আইনশৃঙ্খলার সাথে জড়িত রয়েছে।
দক্ষিণাঞ্চলসহ দেশের পর্যটনকেন্দ্রগুলো উন্নত মানের করা হবে। যাতে করে দেশ বিদেশ থেকে দর্শনার্থীরা বাংলাদেশকে দেখতে আসে। আমাদের এ অপার সম্ভাবনাময় সম্পদ সবার রক্ষা করতে হবে।
বক্তারা আরও বলেন, কুয়াকাটার যোগাযোগ ব্যবস্থা ভালো না বিধায় এই সমুদ্র সৈকতটি ভালোভাবে ব্যবহার করতে পারছি না। বরিশালে শাপলার বিল, দুর্গাসাগর ও বিভিন্ন চর আছে, এসব পর্যটনের আওতায় নিতে পারলে বরিশালের পর্যটন শিল্পের আরও প্রসার ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে দিবসটি উপলক্ষ্যে সকাল ১১ টায় বরিশাল গ্র্যান্ড পার্কের আয়োজনে একটি র্যালি বের করা হয়।
Post Comment