Loading Now

বরিশালে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে র‍্যালি

 

নিজস্ব প্রতিবেদক ।।

তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি এই স্লোগান নিয়ে আজ ৭ অক্টোবর সকাল ১০ টায় বিভাগীয় ও জেলা প্রশাসন, গণপূর্ত অধিদপ্তর এবং নগর উন্নয়ন অধিদপ্তর বরিশাল এর আয়োজনে বিশ্ব বসতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার শওকত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী গণপূর্ত সার্কেল মানিক লাল দাস, পুলিশ সুপার বেলায়েত হোসেন, সিভিল সার্জন বরিশাল ডাঃ মারিয়া হাসান, সিনিয়র প্লানার নগর উন্নয়ন অধিদপ্তর বরিশাল আসাদুজ্জামান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শুরুতে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কট হাউজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিথিরা বিশ্ব বসতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন

Post Comment

YOU MAY HAVE MISSED