Loading Now

বরিশালে ব্যবসায়ী খুন: বাবাসহ প্রেমিকা কারাগারে

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালে ছুরিকাঘাতে ব্যবসায়ী মাসুদ খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত প্রেমিকা হালিমা বেগম শান্তাসহ (৩১) বাবা শওকত হোসেন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১২ এপ্রিল) রাত ২টার দিকে বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের মোল্লার দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (১৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি বলেন- মাসুদ খুনের ঘটনায় তার ভাই করনের দায়ের করা মামলায় গ্রেফতার করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে টাকা ছিনিয়ে নিতে প্রেমিকা শান্তা মাসুদকে ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ করেছেন ভাই মো. করন। তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে পাশে থাকা ছুরি অসাবধানতাবশত মাসুদের পেটে ঢুকেছে বলে দাবি করেছে প্রধান অভিযুক্ত শান্তা।

প্রাথমিক তদন্তের সূত্র ধরে তদন্তকারী কর্মকর্তা এসআই রাজীব রেজা জানান, অভিযুক্ত হালিমা বেগম ওরফে শান্তার সঙ্গে ভিকটিম মাসুদুর রহমানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং দীর্ঘদিন থেকে শান্তা তার (নিহত ব্যবসায়ীর) টাকা-পয়সা আত্মসাৎ করে আসছে।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দায়ের হওয়া মামলায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতার দু’ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED