Loading Now

বরিশালে ভুয়া জমির পর্চা, দুই দলিল লেখকের দণ্ড

গৌরনদী প্রতিনিধি ।।

বরিশালের গৌরনদী উপজেলায় ভুয়া জমির পর্চা তৈরি করে দলিল করার অভিযোগে দুই দলিল লেখককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ৩টার দিকে এ রায় ঘোষণা করেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. মাহমুদ হাসান সজল (৩৮), পিতা : আ. কুদ্দুস বয়াতী, গ্রাম : দক্ষিণ পিঙ্গলাকাঠী, গৌরনদী; ও মো. ইমন (৪০), পিতা : মৃত মহসিন উদ্দিন, গ্রাম : মধ্য হোসনাবাদ, গৌরনদী, বরিশাল।

এ বিষয়ে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজীব হোসেন বলেন, গৌরনদী উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যেই অপরাধ করুক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। দুর্নীতি ও জালিয়াতির বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর।

Post Comment

YOU MAY HAVE MISSED