বরিশালে ভুয়া ডিবি সদস্য গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক ।।
সন্ত্রাসী-মাদক কারবারির তালিকা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে চাঁদাবাজির সময় ভুয়া গোয়েন্দা পুলিশ সদস্য অভিষেক সোম অভি (৩০) গ্রেফতার হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে নগরীর কাশিপুরের ইছাকাঠী শাহ পরান সড়ক থেকে তাকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানা পুলিশ।
গ্রেফতারের সময় অভিষেক নিজেকে স্পেশাল ব্রাঞ্চের পুলিশ অফিসার বলে পরিচয় দেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) এ বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শিকদার।
তিনি বলেন, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। তার কাছ থেকে পুলিশের চারটি আইডি কার্ডসহ একটি ওয়াকিটকি ও দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেফতার অভিষেক সোম ওরফে অভি (৩০) জেলার আগৈলঝাড়া উপজেলার পাতিহার গ্রামের বাসিন্দা লক্ষণ চন্দ্র সোমের ছেলে। বর্তমানে তিনি বরিশাল নগরীর কালিবাড়ী রোডের সর্দার ম্যানশনের আলম মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির বলেন, বৃহস্পতিবার রাতে ওই এলাকার স্থানীয় কয়েকজন ব্যক্তির নাম-ঠিকানা জানতে চায় অভিষেক। তখন অভিষেক নিজেকে স্পেশাল ব্রাঞ্চের পুলিশ অফিসার বলে পরিচয় দেয়। এলাকার সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের তালিকা করার জন্য তিনি এখানে এসেছেন বলে স্থানীয়দের জানান। এই ঘটনা এয়ারপোর্ট থানা পুলিশকে জানালে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কথা স্বীকার করেছেন।
Post Comment