Loading Now

বরিশালে মসজিদের নাম “ভুতের বাড়ি”

নিজস্ব প্রতিবেদক ।।

দৃষ্টিনন্দন মসজিদটি বরিশাল নগরীর বগুড়া রোড এলাকায় নির্মিত এর নাম করণ করা হয়েছে “ভুতের বাড়ি” জামে মসজিদ তবে বেশ কিছু দিন ধরে এই নাম নিয়ে সামামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়া মুছুল্লাদের মাঝে চলছে নানা সমালচনার ঝড়।

এবিষয়ে অতিরিক্ত পাবলিক প্রসিউিটর, এ্যডভোকেট শেখ হুমায়ুন কবির মাসুদ নিজের ফেইসবুক পেইজে একটি পোস্ট করে লিখেন আমারা মুসলি জাতি হিসেবে ভূত-পেত্নী বিশ্বাস করি না,যেকোনো কারো নামে মসজিদ নাম করন হোক তাতে কোন সম্যসা নেই তবে, ভুতের বাড়ি নাম টি মসজিদেও সাথে একদমই মানায় না এটা পরিবর্তন করা হোক।

এছাড়াও মুন্না নামে আর একজন লিখেছেন মসজদিরে নাম পরিবর্তন করার আহ্বান রইল। নাজমুল হুদা ও শাওন লিখেছেন

বরিশাল শহর’র প্রাণকেন্দ্র বগুড়ারোডের অপসোনিন ঔষধ ফ্যাক্টরির সামনের মসজিদ টির নাম “ভূতরে বাড়ি জামে মসজদি ” ভূত-পেত্নী ইসলাম সর্মথন করে না। মসজিদ নামের সাথে ভূতরে বাড়ি বড্ড বেমানান। তাই মসজিদটির নাম পরর্বিতন করা দরকার।

এদিকে বরশিাল প্রসেক্লাব, সাবকে সহ-সভাপতি সনিয়ির সাংবাদকি মাহমুদ চৌধুরী লখিছেনে আবিধানকি মতে “ভুত” র্অথ ভীতি ,আর “ভূত” র্অথ অতীত। কথতি মতে এই বাড়ীটি কোন এক সময় ভূত নাথ বাবুর বাড়ী ছলিো,সইে মতে বাড়টিরি নাম “ভূতরে বাড়ী”।

সম্প্রতি মসজিদটির নামকরণ নিয়ে নগরীতে সমালোচনার ঝড় উঠেছে অনেক মুসল্লির মাঝে দুঃখ ও ক্ষোভ লক্ষ্য করেছি, এই বাড়ীটি সবুর ভাই’র নানার বাড়ী, তাই মসজিদটির নাম তার নানার নামে বা মামা জাহাঙ্গীর মিয়ার নামে অথবা ঐতিহাসিক কোন মসজিদ বা অলি আউলিয়ার নামকরণে করা হলে ভালো হয়।

অপর দিকে শিক্ষক নেতা মহসনিুল ইসলাম হাবুল জানিয়েছেন “ভূতরে বাড়ী” মসজিদ নাম পরর্বিতন করার দাবীতে ইতি মধ্যে বরিশাল বাসীর মাঝে ঝড় উঠেছে, অনেক মুসল্লির সাথে আমি একমত “ভূতের বাড়ী” একটা মসজিদের নাম হতে পারে না।

এটা অতদ্রিুত নাম পরর্বিতন করার জোর দাবী জানাই। এ বিষয়ে বরিশাল নগরীর আমানাতগঞ্জ দারুল উলুম মাদ্রাসার প্রক্ষাত আলমে মুফতি মাওলানা ছানাউল্লাহ জানায় “ভূতের বাড়ী” মসজিদের নাম থাকলে ধর্মিয় বিধান অনুসারে কোনা সমস্যা নেই।

Post Comment

YOU MAY HAVE MISSED