বরিশালে মহাসড়কে থাকা পার্ক উচ্ছেদের দাবি
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশালে ফ্যাসিস্ট আমলে ঢাকা-বরিশাল মহাসড়কের মাঝখানে তৈরি করা পার্ক দ্রুত উচ্ছেদ এবং স্পিডব্রেকার স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী।
সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় মহাসড়কের টিটিসি এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন কলেজের শিক্ষার্থী, ভুক্তভোগী ও এলাকাবাসী।
গত রোববার (৭ ডিসেম্বর) রাস্তা পার হতে গিয়ে নার্সিং কলেজের দুই শিক্ষার্থী গুরুতর আহত হন। এর কিছুদিন আগেও এখানে ঘটে দুটি বাসের সংঘর্ষ। এসব দুর্ঘটনা রোধে এলাকাবাসী চাইছেন একটি স্পিডব্রেকার ও রাস্তার মাঝের পার্কটির দ্রুত অপসারণ।
টিটিসি সংলগ্ন এলাকার বাসিন্দা মাসুম হাওলাদার বলেন, দূর দিয়া গাড়িগুলা আয়। এই পার্কটার কারণে যখনি মোড়ডা ঘোরে তখনই সরাসরি সংঘর্ষ হয়। এখানে একটা স্পিডব্রেকার খুব প্রয়োজন।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, আমরা জানি, যত গতি তত ক্ষতি। আমরা দীর্ঘদিন দাবি করছি আমাদের এখানে স্পিডব্রেকার প্রয়োজন। আমাদের ২ শিক্ষার্থী আহত হয়েছেন। এ দুর্ঘটনাই যেন এই সড়কে শেষ দুর্ঘটনা হয়।



Post Comment