Loading Now

বরিশালে মাদক সম্রাট মান্না সুমন গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালে পুলিশের অভিযানে মাদক মামলায় পলাতক কুখ্যাত মাদক সম্রাট সুমন হাওলাদার ওরফে মান্না সুমন আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। মান্না সুমন বরিশাল নগরীর মোহাম্মদপুর এলাকার নূর ইসলামের ছেলে।

১৬ জানুয়ারি গভীর রাতে নগরীর মোহাম্মদ পুরে অভিযান চালিয়ে মান্না সুমনের বাসা থেকে আটক করে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানান পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজমুল নিশাত।

বরিশাল মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (উত্তর) রুনা লায়লা একের পর এক সাফল্য অর্জন করে চলছে। সস্প্রতি বেশ কয়েকটি চাঞ্চল্যকর মামলার আসামী আটকের সার্বিক তত্ত্বাবধানে নির্দেশনায় বরিশাল কাউনিয়া ও এয়ারপোর্ট থানায় বেশ কয়েকজন আসামীকে আটক করে।

 

মানব পাচারের অভিযোগে বরিশালে তিনজনকে আটকের পর বরিশাল নগরীর শীর্ষ স্থানীয় কুখ্যাত মাদক ব্যবসায়ী মান্না সুমনকে আটক করে চাঞ্চল্য সৃষ্টি করেছেন বরিশাল মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (উত্তর) রুনা লায়লা।

 

বরিশাল মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (উত্তর) রুনা লায়লা এর সার্বিক তত্ত্বাবধানে নির্দেশনায় বরিশাল কাউনিয়া থানার অফিসার ইনচার্জের নির্দেশে কাউনিয়া থানার কাউনিয়া থানা পুলিশের একটি চৌকস টিম গভীর রাতে অভিযান পরিচালনা করে মান্না সুমনকে আটক করতে সক্ষম হয়।

মান্না সুমনের আটকের খবরে এলাকায় সাধারণ মানুষের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরেছে।স্থানীয়রা জানান মাদক সম্রাট মান্না সুমন মাদক মামলার একাধিকবার আটক হয়েছে আবার আইনের ফাক ফোকর দিয়ে বের হয়ে আবার মাদক ব্যবসায় জড়িয়ে পরে।স্থানীয়রা জানান মান্না সুমনের নেতৃত্বে বরিশালে বিশাল নেটওয়ার্ক সৃষ্টি করে নগরীর পলাশপুর,মোহাম্মদপুর,রসুলপুর,লঞ্চ ঘাট,কেডিসি,চানমারী কলোনীতে রয়েছে নিজস্ব নেটওয়ার্ক।

 

থানা পুলিশ সূত্রে জানাযায় দীর্ঘদিন ধরে মান্না সুমন পলাশপুর ও মোহাম্মদপুর এবং কেডিসিতে মাদক ব্যবসা করে আসছে। ৫ আগস্টের পর থেকে পুলিশের কিছুদিন নিষ্ক্রিয় থাকার কারনে মাদকের ব্যবসা জমজমাট করে চালাচ্ছিল।

 

এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল নিশাত বলেন আমাদের অভিযান চলমান আছে।আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করেতেছি।তার ধারা বাহিকতায় ২৭ ডিসেম্বর বরিশালের পলাশপুর অভিযান পরিচালনা করে স্বপন হাওলাদারকে গাজাসহ আটক করা হয়েছে তার বক্তব্য অনুযায়ী মান্না সুমনের কাছ থেকে মাদক ক্রয় করেছে তার স্বীকারক্ততি অনুযায়ী মান্না সুমনের নামে মামলা দায়ের হয়েছে।মামলা নং জি আর নং- ২৫৮ ,সেই মামলার আসামী থাকায় গভীর রাতে তার বাসায় অভিযান চালিয়ে মান্না সুমনকে আটক করেছি।তাকে আটকের পরে আদালতে প্রেরণ করা হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED