বরিশালে মাদক সেবন কালে আটক ৩, হাতকড়া নিয়ে পালালো ২
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল নগরীতে মাদকের আসর থেকে ইয়াবা সেবনরত অবস্থায় সরঞ্জামসহ চারজনকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশের একটি দল। এদের মধ্যে দুইজন পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে গেছে বলে জানা গেছে। এ সময় সন্দেহভাজন হিসেবে আরও এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ মে) নগরীর ভাটিখানার শাহাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ওই এলাকার মামুন, আল-আমিন। হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা হলেন- মিরাজ ও রাসেল। এ সময় সন্দেহভাজন হিসেবে আরও রাজু নামের এক যুবককে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি (অপারেশন) কামাল আহমেদ। এ রিপোর্ট লেখা পর্যন্ত পলাতকদের আটকে অভিযান চলমান রয়েছে।
Post Comment