Loading Now

বরিশালে মানব পাচার চক্রের দুই সদস্যর যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক ।।

ভালো চাকরির কথা বলে বরিশালের এক যুবককে দুবাই নিয়ে মানব পাচারকারী চক্রের কাছে বিক্রি, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার বরিশালের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী তুহিন মোল্লা।

দণ্ড পাওয়ারা হলেন- লক্ষ্মীপুরের রায়পুরা উপজেলার উত্তর কেরুয়া (নাজির দিঘির পাড়) এলাকার মোশারেফ হোসেনের ছেলে শাহ ইমরান সাগর (৪৫) এবং হবিগঞ্জের বাহুবল উপজেলার দত্তপাড়া এলাকার আনসার আলীর ছেলে মো. বাচ্চু মিয়া (৩৭)।

বেঞ্চ সহকারী তুহিন মোল্লা বলেন, বরিশাল নগরের ২৩ নম্বর ওয়ার্ডের হরিনাফুলিয়া নতুন হাট এলাকার বাসিন্দা নবীন ফরাজীকে (২৮) সাড়ে তিন লাখ টাকার চুক্তিতে ২০২৩ সালের ২৭ মার্চ দুবাই পাঠান শাহ ইমরান সাগর।

“দুবাই পৌঁছানোর পর তাকে মানবপাচার চক্রের সদস্যদের কাছে বিক্রি করে দেন বাচ্চু মিয়া। সেখানে চক্রের সদস্যরা দীর্ঘদিন তাকে আটকে রেখে নির্যাতন চালায়। পরে নবীনের বাবার কাছ থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।”

তিনি বলেন, ছাড়া পাওয়ার পর দুবাইয়ে থাকা এক প্রবাসীর মাধ্যমে দেশে ফেরেন নবীন। পরে ২০২৩ সালের ৩০ অগাস্ট দুইজনকে আসামি করে বরিশাল মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা করেন তিনি।

তদন্ত শেষে ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি বরিশাল কোতোয়ালি মডেল থানার এসআই মো. শিহাবউদ্দিন ওই দুইজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন বলে জানান তুহিন মোল্লা।

সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের যাবজ্জীবনের পাশাপাশি পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও এক বছরের বিনাশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান তিনি।

আদালত জরিমানার টাকা আদায়ের পর বাদীকে দেওয়ার নির্দেশ দিয়েছে বলে জানান ট্রাইব্যুনালের এ কর্মকর্তা।

Post Comment

YOU MAY HAVE MISSED