বরিশালে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক
গৌরনদী প্রতিনিধি ।।
বরিশালের গৌরনদীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে করা মামলায় বাবা রুবেল খলিফাকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতার হওয়া রুবেল ওই গ্রামের মরহুম সোবাহান খলিফার ছেলে বলে জানা গেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই মো: নজরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার দিবাগত রাতে উপজেলার নলচিড়া ইউনিয়নের বোরাদী গরঙ্গল গ্রামের মাদরাসাছাত্রীর (৮) মা স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করেন। পরে ওই রাতেই অভিযান চালিয়ে রুবেল খলিফাকে গ্রেফতার করা হয়।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইউনুস মিয়া জানান, গত ৪ অক্টোবর ওই শিশুকে তার বাবা ধর্ষণ করে। গ্রেফতার রুবেলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ওই মাদরাসা ছাত্রীকে পরীক্ষার জন্য বরিশাল হাসপাতালে পাঠানো হয়।
Post Comment