বরিশালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক ।।
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মামুন ওরফে মমিনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে জেলহাজতে প্রেরণ করেছেন জেলার আগৈলঝাড়া থানা পুলিশ।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউর রহমান জানিয়েছেন, মাদক মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে মামুন ওরফে মমিনকে গোপন সংবাদের ভিত্তিত্বে বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মামুন ঢাকার ঝিগাতলার ভাড়াটিয়া বাসিন্দা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ধানমন্ডি থানার দায়েরকৃত মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। মামলার রায়ের দিন থেকেই মামুন পলাতক ছিলো।
Post Comment