Loading Now

বরিশালে রমজান উপলক্ষ্যে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

 

নিজস্ব প্রতিবেদক ।।

২ মার্চ রবিবার বিকালে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন এর নির্দেশনায় বাজার মনিটরিং এর অংশ হিসেবে বরিশাল নগরীর কয়েকটি রেস্টুরেন্টে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ আবু জাফর মজুমদার।

এসময় তিনি হট প্লেট রেস্টুরেন্ট, হান্ডি করায় রেস্টুরেন্ট ও নাজেম রেস্তোরাঁর মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে এবং পণ্যের গুণগতমান নিশ্চিত করতে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালক করা হয় এসময় হট প্লেট রেস্টুরেন্টে বিভিন্ন বিষয়ে সতর্ক করে পণ্যের মূল্য না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অন্যান্য রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে বিভিন্ন বিষয়ের উপরে সতর্ক করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল তানভীর মুহাম্মদ ইশতিয়াক ও উপজেলা স্যানিটারি অফিসার ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ জাকির হোসেনসহ আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Post Comment

YOU MAY HAVE MISSED