বরিশালে রিকশাচালকের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক ॥
নগরীর মুন্সিগ্যারেজ এলাকায় রিক্সাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪ টায় বাইরে থেকে তালাবদ্ধ একটি রিক্সার গ্যারেজের মধ্য থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রিক্সা চালকের নাম সোহাগ (২৫)। সে মুন্সি গ্যারেজ এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, বিকেলে মুন্সিগ্যারেজ এলাকার আল-আমিন জামে মসজিদের বিপরীতে রিক্সা গ্যারেজের তালা খুলে ভিতরে প্রবেশ করে সোহাগের ঝুলন্ত লাশ দেখা যায়। তাৎক্ষনিক পুলিশকে ফোন দিলে তারা এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বিকেলে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি।
Post Comment