Loading Now

বরিশালে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষকদের বিক্ষোভ

 

নিজস্ব প্রতিবেদক ।।

ঢাকায় প্রকল্প কর্মচারীদের হাতে শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে বরিশালে বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি ও মানববন্ধন করেছে সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন হয়। এসময় নগরীর বিভিন্ন সরকারি মাধ্যমিক স্কুলের বিভিন্ন পদমর্যাদার শিক্ষকরা অংশগ্রহণ করেন। এসময় লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষকরা।

 

মানববন্ধনে বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অনিতা রাণী হালদারের সভাপতিত্বে বক্তৃতা দেন, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা খানম, সহকারী প্রধান শিক্ষক রেহেনা বেগম, জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক মাহমুদ হোসেন, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি বরিশালের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ. রাজ্জাক ও শিক্ষক নেতা রিজবী হোসেন খান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার মাধ্যমিক উপবৃত্তি প্রকল্পে অস্থায়ী ভিত্তিতে কিছু কর্মচারী নিয়োগ দেয়। মেয়াদান্তে তাদের চাকুরী থেকে অব্যাহতি দেয়ার কথা। কিন্তু অব্যাহতি না দিয়ে রাজনৈতিক বিবেচনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বানানো হয়। তারা সরাসরি ৬ষ্ঠ গ্রেডে পদ দখলের পায়তারা করছে। অথচ বিভিন্ন সময় আদালত থেকে নির্দেশনা রয়েছে যে দ্বিতীয় বা প্রথম শ্রেণির কোনো পদে প্রকল্প থেকে জনবল রাজস্ব খাতে স্থানান্তর করা যাবে না।

এসবের প্রতিবাদে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সামনে কিছু শিক্ষক অবস্থান নেন। তখন শিক্ষকদের উপর হামলা চালায় প্রকল্পের ওইসব কর্মচারীরা। এ ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিচারের আওতায় আনতে হবে।

Post Comment

YOU MAY HAVE MISSED