বরিশালে শিখা প্রকল্পের অবহিতকরণ সভা
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল ব্র্যাক শিখা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি এবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যাবস্থাপনা), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট( নেজারত ও ট্রেজারি শাখা), সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা, কল্যাণ ও ভিপি শাখা), সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (আইসিটি), উপ-পরিচালক (মহিলা ও শিশু, সমাজসেবা এবং যুব উন্নয়ন), জেলা শিক্ষা অফিসার, সহকারী পরিচালক (বিআরটিএ), পরিবহন শ্রমিক নেতা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, সরকারি ও সুশীল সমাজের অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
ব্র্যাক “শিখা: প্রতিরোধ এবং সহায়তা ব্যবস্থা জোরদারের মাধ্যমে জেন্ডার ভিত্তিক সহিংসতা, বুলিং এবং যৌন হয়রানী মুক্ত পাবলিক এবং প্রাইভেট স্পেস তৈরি করা”- এই প্রকল্পটি ‘ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত। চার বছর মেয়াদী প্রকল্পটি ফেব্রুয়ারি ২০২৫ থেকে জানুয়ারি ২০২৯ পর্যন্ত মাঠ পর্যায়ে বাস্তবায়িত হবে। প্রকল্পটি বরিশাল সহ ছয়টি (ঢাকা, গাজীপুর, চট্রগ্রাম, নারায়ণগঞ্জ এবং রাজশাহী) জেলাতে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান, পাবলিক প্লেস, কর্মক্ষেত্র এবং অনলাইন প্লাটফর্মে, বিশেষ করে নারী ও মেয়ে শিশুদের বিরুদ্ধে যৌন ও লিঙ্গ-ভিত্তিক সহিংসতা মোকাবেলার জন্য প্রতিরোধ এবং প্রতিকার ব্যবস্থা শক্তিশালী করতে ২৭০ টি মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে, তৈরী পোশাক কারখানা, গণপরিবহন ও কমিউনিটিতে কার্যক্রম পরিচালনা করবে।
সভায় মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন সরকারি কর্মকর্তা, শ্রমিক নেতা, সাংবাদিক সহ ব্র্যাক ও বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ। বক্তারা ব্র্যাক শিখা প্রকল্পের সহায়তায় কী ভাবে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ, বাল্য বিবাহ, বুলিং রোধে এবং রিপোটিং এন্ড রেসপন্ডিং ব্যবস্থা সম্পর্কে সচেতন হয়ে কাজ করবে এবং বিদ্যালয়কে সহিংসতামুক্ত, নিরাপদ কর্মস্থল তৈরিতে কাজ করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।শিখা প্রকল্পের প্রতিনিধিগণ শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে ছাত্র-ছাত্রীদের চলার পথে ঝুঁকি ম্যাপ তৈরি ও যৌন হয়রানি প্রতিরোধ কমিটির কার্যক্রম জোরদার করার অভিপ্রায় নিয়ে সভায় উপস্থিত অন্যান্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন।
এ ছাড়াও উক্ত সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় আরোও উপস্থিত ছিলেন ব্র্যাক শিখা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ নজরুল ইসলাম চৌধুরী, ব্র্যাক জেলা সমন্বয়ক বিভাস চন্দ্র তরফদার, মোহাম্মদ নাজমুল হক, প্রজেক্ট লিড, রোড সেইফটি প্রোগ্রাম, বরিশাল জেলার টেকনিক্যাল ম্যানেজার মোঃতৌহিদুর রহমান, প্রোজেক্ট অফিসারবৃ্ন্দ – মায়িশা খান, অনিক বিশ্বাস এবং কিশোর মিস্ত্রি, ফিল্ড কমিউনিকেটর নজরুল ইসলাম, কমিউনিটি ভলান্টিয়ার সহ ব্র্যাক ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ। উক্ত অবহিতকরণ সভা সঞ্চালনা করেন শিখা প্রকল্পের প্রোজেক্ট অফিসার মায়িশা খান। শিখা প্রকল্পটি মূলত বরিশাল জেলার স্থানীয় সরকার, জন প্রতিনিধি, সুশীল সমাজের মুখপাত্র ও স্থানীয় সংগঠনকে সম্পৃক্ত করে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা, গণপরিবহন, তৈরী পোশাক কারখানা, ডিজিটাল প্লাটফর্ম, স্থানীয় কমিউনিটিতে যৌন হয়রানি ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে গণসচেতনতা তৈরি, প্রতিরোধ ও সহায়তা ব্যবস্থা, আইনী সহায়তা ও প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরিতে কাজ করবে।
Post Comment