Loading Now

বরিশালে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ

 

নিজস্ব প্রতিবেদক ।।

ঢাবি-জাবিসহ সারাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ এবং এর সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আজ ২০ সেপ্টেম্বর সকাল ১১টায় বরিশালের অশ্বিনীকুমার টাউন হলে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখা। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে ঘটে যাওয়া বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ইমাম হোসেন খোকন, বাসদ বরিশাল জেলার সদস্য শহিদুল ইসলাম সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার অর্থ সম্পাদক ফারজানা আক্তার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি বরিশাল কলেজ শাখার সংগঠক শিবানী শিকদার, মিম আক্তার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন তথাকত্থিত মব জাস্টিসের নামে সহিংস বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশের আইনের শাসনের প্রতি চরম আঘাত। গত পরশু ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক ভারসাম্যহীন তফাজ্জলকে চুরির অভিযোগে যেভাবে পিটিয়ে মারা হয়েছে তা অবিশ্বাস্য নৃশংসতার পরিচায়ক। একইদিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রহত্যার ঘটনা ঘটেছে। কিছুদিন আগেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রকে গণপিটুনি দিয়ে মারা হয়েছে।

যে বিশ্ববিদ্যালয়গুলির ছাত্রদের নেতৃত্বে কিছুদিন আগে ফ্যাসিবাদী একজব শাসককে উচ্ছেদ করা হয়েছে, আজ সেই বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণগুলিতেই এধরনের চরম নৃশংস ও অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ ঘটছে। বক্তারা বলেন, সহস্র শহীদের আত্মদান পিটিয়ে মানুষ মারার ব্যবস্থা তৈরি করার জন্য হয়নি। অবিলম্বে এই সকল ঘটনার সুষ্ঠু বিচার ও এর অবসান না হলে ছাত্রজনতার অভূতপূর্ব আত্মত্যাগ কালিমালিপ্ত হবে।

বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়। সেই সাথে এসব হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শাস্তির আওতায় আনতে স্বাধীন তদন্ত কমিশন গঠন করারও আহ্বান জানানো হয়।

 

Post Comment

YOU MAY HAVE MISSED