গৌরনদীতে সাকুরা পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত
গৌরনদী প্রতিনিধি ।।
বরিশালের গৌরনদীতে সাকুরা পরিবহনের বাসের ধাক্কায় মোঃ মিলন (২২) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের হাসঁপিঠা রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ মিলন মাদারিপুরের ডাসার উপজেলার বনগ্রাম ইউনিয়নের মৃত আঃ রাজ্জাকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর ১ টার দিকে দ্রুতগতির সাকুরা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক মিলন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ভুরঘাটা ব্রিজের উপর থেকে স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কিছু সময়ের জন্য যানযটের সৃষ্টি হয়।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ শামীম শেখ জানান, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



Post Comment