Loading Now

বরিশালে স্কুলছাত্র নিহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

 

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল স্টেডিয়াম থেকে ক্রিকেট প্র্যাকটিস শেষে ফেরার পথে সেনাবাহিনীর গাড়ির সঙ্গে সাইকেলের সংঘর্ষে স্কুলছাত্র মাহমুদুল হাসান অহি (১৩) নিহত হয়। এ ঘটনায় ঘণ্টাব্যাপী ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে নিহতের সহপাঠীরা।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দি‌কে নগরীর আমতলা মোড় সংলগ্ন মহাসড়ক অবরোধ ক‌রে তারা। এতে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে চরম জনদুর্ভোগ দেখা দেয়

 

সহপাঠীরা বলেন, সেনাবাহিনীর গাড়িচাপায় অহিকে হারিয়েছি। এ ঘটনায় জড়িত চালককে গ্রেফতার করে দ্রুত বিচার করতে হবে। নয়তো পরে আবার কাউকে এমনিভাবে মারা যেতে হবে। অবিলম্বে জড়িতকে গ্রেফতার না করা হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

এর আগে মঙ্গলবার (৩ ডিসেম্বর) শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের বান্দ রোডে বিকেল সাড়ে ৪টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অহি বরিশাল ব্যাপ্টিস্ট মিশন স্কুলের ছাত্র সপ্তম শ্রেণির ছাত্র ও অনূর্ধ্ব ১৪ দলের ক্রিকেটার ছিল। তার বাবা মালয়েশিয়া প্রবাসী মো. হাসান ও মা মাকসুদা আক্তার নগরীর সাগরদী এলাকার চান্দু মার্কেট এলাকার বাসিন্দা।

Post Comment

YOU MAY HAVE MISSED