Loading Now

বরিশালে স্বর্নালংকার চোরচক্রের ১২ সদস্য আটক

 

আগৈলঝাড়া প্রতিনিধি ।।

 

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মঙ্গলবার জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড বিতরন কালে স্মার্টকার্ড নিতে আসা ১৫ জন মহিলার স্বর্নালংকার চুরির হয়। এ এময় ১২ জন চোর চক্রের মহিলাকে গ্রেপ্তার করে আগৈলঝাড়া থানা পুলিশ।

এ ঘটনায় বুধবার সকালে থানায় মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে বরিশাল আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানাগেছে।

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার বাগধা মাধ্যমিক বিদ্যালয়ে ৫ নভেম্বর বাগধা ইউনিয়নের বাসিন্দাদের মাঝে জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড বিতরন করা হয়। বিতরন কালে নারীদের লম্বা লাইন তৈরি হয়। ওই লাইনে অপরিচিত কিছু মহিলা বোরকা পরে দাঁড়ায়।

মাঝে ব্রাক্ষ্মনবাড়ি জেলার নাছির নগর উপজেলার ধরমন্ডল গ্রামের একাধিক মহিলা চোর চক্রের সদস্যরা বোরকা পরে লাইনে দাঁড়িয়ে ছিল। তারা স্থানীয় মহিলাদের কাছ থেকে বিভিন্ন কৌশলে গলার স্বর্নালংকার নিয়ে যায়।

একপর্যায়ে উপজেলার খাজুরিয়া গ্রামের বাইজিদ তালুকদারের স্ত্রীর রুমা বেগমের গলার স্বর্নের চেইন চুরির সময় ব্রাক্ষ্মনবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের মিশু মিয়ার স্ত্রী সুমাইয়া আক্তার (৩৫) নামে একজনকে স্থানীয়রা আটক করে।

সুমাইয়া আক্তারকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, তিনি বলেন সাথে তার একই জেলার সোহরাব আলীর স্ত্রী সেলিনা বেগম (৩৫), লিলু মিয়ার স্ত্রীর রুমা বেগম (৪৫), জহির মিয়ার স্ত্রী বানেছা বেগম (২৫), মোবারক মিয়ার স্ত্রী ইয়াসমিন আক্তার (২২), জহুর আলীর স্ত্রী কেতারা বেগম (৪৮), আলাউদ্দিন শাহ’র স্ত্রী সালমা আক্তার (৩৪), জিতু মিয়ার স্ত্রী রোকসানা বেগম (৩০), আজিজ মিয়ার স্ত্রী আজিরন বেগম (৩০), হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মোরাপুর গ্রামের সুজন মিয়ার স্ত্রী কাকলী বেগম (২৩), এলাচ মিয়ার স্ত্রী দিনা আক্তার (২২), মুজাহিদ মিয়ার স্ত্রী রাফিয়া বেগম (৩০)সহ ১২জন। তারা একই সাথে এসছে তারা সকলে মিলে চুরি করে থাকে। তার কথা মতো ১২ জনকে গ্রেপ্তার করাহয়।

গ্রেপ্তারকৃত সুমাইয়া আক্তার, দিনা আক্তা ও আজিরন বেগম বলেন, আমরা খোজরাখি কোথায় জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড বিতরন করা হয়। আমরা সেখানে দলবেধে যাই। আমরা লাইলে ঢুকে মহিলার গলার চেইন ও কানের স্বর্নালংকা চুরি করি।

বাগধায় আমরা ১৫জন মহিলার স্বর্নালংকা চুরি করেছি। এবিষয়ে আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের বাইজিদ তালুকদারের স্ত্রী রুমা বেগম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি চুরির মামলা দায়ের করেন, যার নং-২।

এব্যাপারে বাগধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি বলেন, বাগধা ইউনিয়নের স্মার্টকার্ড বিতরন করার সময় একাধিক মহিলার গলার চেইন চুরি হয়ে যায়।

এব্যাপারে আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.অলিউল ইসলাম বলেন, চুরিযাওয়া স্বর্নালংকা মূল্য প্রায় ৫ লক্ষ টাকা অধীক। এ ঘটনায় থানা একটি চুরি মামলা হয়েছে।

ওই মামলায় ১২ জনকে বুধবার বরিশাল আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED