Loading Now

বরিশালে স্বাস্থ্যখাতে সংস্কারের দাবিতে মহাসড়ক ব্লকেড

নিজস্ব প্রতিবেদক ।।

শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারাদেশের সরকারি হাসপাতালে চলমান অব্যবস্থাপনা, রোগীদের হয়রানি ও চিকিৎসা সেবার সংকটের বিরুদ্ধে বরিশালে আন্দোলনে নেমেছে ছাত্র-জনতা।

শুক্রবার (৮ আগস্ট) আন্দোলনের ১২তম দিনে বরিশাল-ঢাকা মহাসড়কের নথুল্লাবাদ এলাকায় সকাল সাড়ে ১১টায় থেকে সড়ক অবরোধ করে ‘বরিশাল ব্লকেড’ কর্মসূচি পালন করছেন তারা।

অবরোধ চলাকালে আন্দোলনকারীরা মহাসড়কের ওপরেই জুমার নামাজ আদায় করেন। নামাজে আন্দোলনকারীদের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর, যাত্রী ও স্থানীয় নাগরিকরাও অংশ নেন।

আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালগুলোতে একটি শক্তিশালী সিন্ডিকেট চিকিৎসা সেবাকে অকার্যকর করে তুলেছে। সাধারণ মানুষ পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে না।

তারা আরও জানান, ১২ দিন ধরে আন্দোলন চললেও স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কোনো ধরনের আলোচনা বা সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে আন্দোলন ও অবরোধ কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এই কর্মসূচিতে সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং কনটেন্ট ক্রিয়েটররা অংশগ্রহণ করেছেন।

Post Comment

YOU MAY HAVE MISSED