Loading Now

বরিশালে স্যানিটেশন পরিস্থিতি পর্যবেক্ষন ও পর্যালোচনা বিষয় প্রশিক্ষণ

 

নিজস্ব প্রতিবেদক ।।

সিডব্লিউআইএস প্রক্রিয়া সম্প্রসারন করার লক্ষ্যে নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন প্রচারে স্টেকহোল্ডারদের ভূমিকা শীর্ষক দিনব্যাপি প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় আভাস কতৃক আয়োজিত অনুষ্ঠিত প্রশিক্ষন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক বুরো এর সহকারী পরিচালক বিপুল চন্দ্র দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশলী বরিশাল বিভাগ ইমরান তরফদার, এসকেএস এর প্রতিনিধি সাহা দীপক কুমার, সহকারী পরিচালক এ্যাডভোকেসী এ্যান্ড কমিউনিকেশন, উপস্থিত ছিলেন বরিশাল সিটি কপোরেশন এর মেডিকেল অফিসার ডাক্তার ফেরদৌস, বজ্র ব্যাবস্থাপনার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ইউসুব আলী। আভাসের প্রশিক্ষন কক্ষে অনুষ্ঠিত সভায় নগরব্যাপি সিডব্লিউআইএস প্রক্রিয়া সম্প্রসারন করার লক্ষ্যে নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন প্রচারে স্টেকহোল্ডারদের ভূমিকার উপর দিনব্যাপি আলোচনা করে গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরা হয়। দাতা সংস্থা বিল এ্যান্ড মেলিন্ডা গেটস্ ফাউণ্ডেশন-এর আর্থিক সহায়তায়, ফ্রেসওয়াটার অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়া (ফানসা) ও এসকেএস ফাউন্ডেশনের সহযোগিতায় ”রাইজিং ফর রাইটস্ ফর ষ্ট্রেনদেনিং সিভিল সোসাইটি নেটওয়ার্ক ইন সাউথ এশিয়া টু এচিভ এসডিজি৬” প্রকল্পের আওতায় অনুষ্ঠিত প্রশিক্ষনে বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ১০টি ওর্য়াডের কমিউনিটি নারী লিডার , সাংবাদিক, ইয়োথ সেচ্ছাসেবক সংগঠনের প্রতিনিধি সহ ফানসা বাংলাদেশ নেটওয়ার্কের বরিশাল জেলার সদস্য সংস্থা সিডিএস, সেইন্ট বাংলাদেশ, এইড, সান এইড, এর প্রতিনিধি অংশগ্রহন করেন।

টেকসই উন্নয়ন অভিষ্ট৬ (এসডিজি৬) বাস্তবায়নে সরকার ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহকে সহযোগিতা ও নাগরিক সমাজের সক্ষমতা শক্তিশালীকরণের লক্ষ্যে প্রশিক্ষনটি আয়োজন করা হয় বলে জানান উপস্থিত সকলে। এদিকপ প্রশিক্ষন টি পরিচালনা করেন সঞ্জয় মুখার্জ্জী, সোশ্যাল ডেভেলপমেন্ট এক্সপার্ট CWIS-FSM Support Cell জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

Post Comment

YOU MAY HAVE MISSED